আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) আইসিসি প্রকাশ করেছে গেল বছরের সেরা ওয়ানডে একাদশ। ৪ দেশের ১১ খেলোয়াড় নিয়ে বানানো হয়েছে চব্বিশের বর্ষসেরা দল। যেখানে শ্রীলঙ্কা থেকে সর্বোচ্চ চার জন, পাকিস্তানের ৩ আফগানিস্তানের ৩ এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে নাম লিখিয়েছেন ১ জন ক্রিকেটার।
আইসিসির এমন একাদশ থেকে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন উঠেছে, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বা ভারতের মতো দল থেকে কোনো ক্রিকেটার কেন জায়গা পাননি? উত্তরটা বেশ সহজ, তালিকায় জায়গা পাওয়া দেশগুলো গেল বছর ওয়ানডে খেলেছে তুলনামূলক বেশি।
গেল বছর সর্বোচ্চ ১৮টি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কা। ম্যাচ বেশি খেলার দরুন দেশটি থেকে সর্বোচ্চ চার ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ টি ম্যাচ খেলেছে আফগানিস্তান, তাই একাদশে জায়গা পেয়েছেন দেশটির ৩ ক্রিকেটার।
এদিকে ১২ ম্যাচ খেলেও ওয়েস্ট ইন্ডিজ থেকে জায়গা পেয়েছেন মোটে এক ক্রিকেটার। তবে চমক দেখিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার চেয়ে দুই ম্যাচ কম খেলেও একাদশে জায়গা পেয়েছেন দলটির তিন ক্রিকেটার।
এদিকে, গেল বছর ৩ ওয়ানডে খেলেও জয়ের দেখা পায়নি ভারত। শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠিয়ে সিরিজ হেরেছে গৌতম গাম্ভীরের দল। অন্যদিকে ২৪ সালে ৯ ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। একই হাল ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার।