ক্রিকেট
এখন মাঠে
0

লক্ষ্মৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক রিশাভ পান্ত

আইপিএলে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হলেন রিশাভ পান্ত। কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে পান্তকে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ তিন আসরে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল।

তবে, এবারের মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় লক্ষ্মৌ। পরে রেকর্ড ২৭ কোটি রুপিতে রিশাভ পান্তকে দলে ভেড়ায় দলটি।

দিল্লি ক্যাপিটালস ছেড়ে আসা পান্তকেই নতুন অধিনায়ক বানালো দলটি। লক্ষ্মৌর হয়ে নিজের সামর্থ্যের ২০০ ভাগ দিতে চান বাঁহাতি এই ব্যাটার।

নতুন শুরুর জন্য মুখিয়ে আছেন পান্ত। লক্ষ্মৌর হয়ে জিততে চান শিরোপা।

ইএ