এ ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। সেখানে দুই ট্রফি নিয়ে থাকছে নানান কার্যক্রমও। পুরো রংপুরে ফ্যানদের দেয়া হবে দেড় হাজার জার্সি। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে।
দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের।
এরপর থাকছে কনসার্ট। এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়ানায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। পাঁচ দলের টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা দলগুলো অংশ নিয়েছিল।