সিলেটে দুর্দিন কাটাতে রাইডারদের মুখোমুখি হয় খালেদ মাহমুদ সুজনের ঢাকা। একাদশে যোগ দেন ইংলিশ তারকা জেসন রয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক সৈকত।
তবে রংপুরের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি কেউই। চলতি আসরের সর্বনিম্ন ১১১ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ তামিম। ২১ রানে তিন উইকেট শিকার করেন স্পিডগান নাহিদ রানা।
১১২ রানের ছোট টার্গেট সহজেই পেরিয়ে যায় রংপুর রাইডার্স। ৪০ বল আর ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় দলটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলসের ব্যাটে আসে ৪৪ রান। ২৭ রানের ক্যামিও খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন খুশদিল শাহ।
পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। অন্যদিকে চার ম্যাচের সবকটিতে হেরে একেবারে তলানীতে ঢাকা ক্যাপিটালস।