ক্রিকেট
এখন মাঠে
0

মিরপুরে পেসারদের এখন ছক্কা মারাও কঠিন: এবাদত হোসেন

মিরপুর স্টেডিয়াম মানেই যেন স্পিনারদের স্বর্গ। তবে বিপিএলের এবারের আসরে চিত্রটা ভিন্ন। হোম অব ক্রিকেটে দেখা যাচ্ছে পেসারদের দাপট। মিরপুরে পেসারদের এখন ছক্কা মারাও কঠিন বলে মনে করেন এবাদত হোসেন।

মিরপুরে এবার আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসাররা। ঢাকা পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় রাজত্বও করছেন পেসাররা। তিন ম্যাচে ১২ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ।

বিপিএলের একাদশ আসরে মিরপুর স্টেডিয়াম নতুন রূপে ধরা দিয়েছে সবার কাছে। স্পিন-স্বর্গের তকমা যে উইকেটের, সেখানেই গতির ঝড় তুলছেন পেসাররা। পেসারদের বিপক্ষে মিরপুরের এই পিচে খেলা ব্যাটারদের জন্য কতটা কঠিন তা জানিয়েছেন ফরচুন বরিশাল পেসার এবাদত হোসেন।

ফরচুন বরিশাল পেসার এবাদত হোসেন বলেন, ‘মিরপুরের উইকেট এমন যে এখানে হার্ড লাইনে বল করলে সেখান থেকে বলা মারা কঠিন হয়ে পড়ে। আগে মিরপুরের উইকেট স্লো থাকতো এখন দেখবেন উইকেটে পেস আছে।’

তবে একসময় তো ছিল ভিন্ন চিত্র। স্পিনাররা দেখাতেন দাপট, বেশিরভাগ পেসারই ছিলেন কম কার্যকরী। ব্যাটাররাও থাকতেন অসহায়। স্পোর্টিং উইকেট কীভাবে ঘুচে দিয়েছে মিরপুরের অপবাদ, জানিয়েছেন এই তারকা পেসার।

তিনি বলেন, ‘এই জায়গার উইকেট এমনই ভালো বল করলে উইকেট পাবেন। আর ব্যাটাররা যদি টিকে যায় তাহলে তারাও রান পাবে।’

এখন পর্যন্ত যে ৮টি ম্যাচ হয়েছে, প্রায় সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি-বান্ধব উইকেট। বিপিএলে স্পোর্টিং উইকেট, বিশেষ করে মিরপুরে স্পোর্টিং উইকেট পেয়ে অন্য সবার মতো এবাদতও খুশি।

বিপিএলে এবার ফরচুন বরিশালের হয়ে খেলছেন ইবাদত। যদিও পাকিস্তানের দুই পেসার শাহীন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফদের কারণে একাদশে সুযোগ পাওয়া হচ্ছে না তার। তবে অনুশীলনে তাদের সঙ্গে ঠিকই কথা হচ্ছে ইবাদতের। সুযোগ পেলেই নিজের সেরাটা নিঙরে দিতে চান তিনি।

ইএ