আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় শুরুর কথা থাকলেও চারটা বাজার আগেই শুরু হয় মূল আয়োজন।
প্রথমেই উপস্থিত দর্শকদের সামনে সঙ্গীত পরিবেশন করেন রাফা। এক ঘণ্টা সঙ্গীত পরিবেশনের পর দেয়া হয় ২০ মিনিটের বিরতি।
এরপর স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণ পাকিস্তানের কিংবদন্তী সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
রাত সাড়ে ৮ টায় মঞ্চে উঠার কথা রয়েছে তার। প্রায় সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে ভক্তদের জন্য ৩ ঘণ্টা গান গাইবেন বিখ্যাত এই গায়ক।
এর আগে, মাইলস, জেফার, মুজা, সঞ্জয়দের মঞ্চ মাতানোর কথা রয়েছে।