ক্রিকেট
এখন মাঠে
0

এনসিএলে বরিশালকে ৩১ রানে হারিয়েছে ঢাকা মেট্রো

এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে বরিশালকে ৩১ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। সিলেটের বিপক্ষে দিনের অন্য ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকা বিভাগকে ম্যাচ জিতিয়েছেন শুভাগত হোম।

বরিশালের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে মেট্রোর দুই ওপেনার ইমরানুজ্জামান ও নাঈম শেখ শত রানের জুটি গড়েন। দু'জনের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত বিশ ওভারে ১৯২ রান তোলে ঢাকা মেট্রো।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মঈনুল ইসলামের উইকেটে হারিয়ে চাপে পড়ে বরিশাল। ফজলে রাব্বী ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও জয়ের জন্য সেটি যথেষ্ট হয়নি।

ঢাকা মেট্রোর হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রাকিবুল হাসান।

এসএস