তার পরবর্তী অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ। তবে, দলটির বিপক্ষে বাকি ফরম্যাটে আফগানদের প্রধান কোচের ভূমিকায় থাকবেন হামিদ হাসান ও সহকারী হিসেবে দেখা যাবে নওরোজ মঙ্গলকে।
জোনাথন ট্রটের কোচিংয়ে আফগানিস্তানের সবচেয়ে বড় সাফল্য আসে চলতি বছর। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল যুদ্ধবিধ্বস্ত দেশটি। এছাড়া ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে চমক দেখায় রশিদ খানরা।
ট্রটের অধীনে ৩৪ ওয়ানডের বিপরীতে আফগানদের জয় ১৪টি। আর ৪৪ টি-টোয়েন্টি খেলে জয়ের দেখা মিলেছে ২০টি'তে। জোনাথন ট্রটের জন্য বড় চ্যালেঞ্জ হবে আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।