প্রথম ম্যাচে তিনশোর কাছাকাছি রান করেও জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে হারলে সিরিজ থেকেই ছিটকে যাবে মিরাজের দল। যে কারণে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে বেশ মনোযোগী শরিফুল ইসলাম-হাসান মাহমুদরা।
ওয়ানডে ফরম্যাটে ক্যারিবীয়দের হারানোর অনেক স্মৃতিই রয়েছে টাইগারদের। চলতি সিরিজের আগে স্বাগতিকদের বিপক্ষে টানা ১১ ম্যাচই অপরাজিত ছিল লাল-সবুজ প্রতিনিধিরা।
অতীত পরিসংখ্যান বলছে, উইন্ডিজকে হারানো অসম্ভব কিছু নয়। টাইগারদের এই কোচও মনে করছেন, সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফেরা সম্ভব।
বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘যে জায়গাগুলোতে আমাদের ভুল হচ্ছে সেখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে হয়ত আজকে আমরা সিরিজে ফিরতে পারবো। ওয়েস্ট ইন্ডিজ ভালো স্ট্রং টিম। আমাদেরকে আরো ভালো পরিকল্পনা করে মাঠে আসতে হবে।’
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের অধিকাংশ ব্যাটারই ক্রিজে সেট হয়ে রান পেয়েছেন। তবে, ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। বাঁচা-মরার লড়াইয়ের আগে ব্যাটারদের এদিকটায় নজর দেয়ার তাগিদ কোচ সালাউদ্দিনের।
তিনি বলেন, ‘ছোট যে ভুল ছিল, ব্যাটিংয়ে হয়তো আরো ২০টা বেশি করতে পারলে চাপটা বেশি দেয়া যেত। ছেলেরা যেভাবে ব্যাটিং করেছে এখন সিচুয়েশন বলেন, উইকেট বলেন আমার কাছে মনে হয়েছে তারা ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় এ উইকেটে এভাবেই ব্যাটিং করা উচিত।’
সবশেষ ৪৪ দেখায় সমান ২১ টি করে জয় দুদলের। স্বাভাবিকভাবেই সিরিজ বাঁচানোর পাশাপাশি জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। মেহেদি মিরাজের নেতৃত্বে তা হবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।