আবারো এশিয়ার সেরা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগেরবার আরব আমিরাতকে বধের পর এবার জুনিয়র টাইগারদের কাছে হারলো ভারত।
এশিয়া কাপের ১১ আসরের ৮টি তেই শিরোপা জেতা দল টিম ইন্ডিয়া। আর বাকি ৩ আসরের একটিতে আফগানিস্তান আর দুটিতে শিরোপা জয়ী বাংলাদেশ। এবারের এশিয়া কাপে দলীয় অর্জনের পাশাপাশি রয়েছে বাংলাদেশের ব্যক্তিগত সাফল্যও।
ব্যাটিংয়ে সেরা পাঁচের তালিকায় জুনিয়র টাইগারদের আছে একজন। ২৪০ রান করে দুই নম্বরে অবস্থান আজিজুল হাকিমের। তাছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ১৬২ রান করে আছেন আরেক টাইগার ব্যাটার কালাম সিদ্দিকী।
বল হাতেও মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। আসরের সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। সাথে আসর সেরার পুরস্কারও। ১২ উইকেট নিয়ে দুই নম্বরে আরেক টাইগার পেসার আল ফাহাদের।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনগুলোই এসেছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের হাত ধরে। বিশ্বকাপের পর পেলো টানা দুইবারের এশিয়ার শ্রেষ্ঠত্ব। জুনিয়র টাইগারদের এ সাফল্যে ঘুচবে কী দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে শঙ্কা? উত্তরটা জানার অপেক্ষা।