গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। দুই ওপেনার স্টেভান টেইলর এবং সৌম্য সরকারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রংপুর। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে তোলে ৪০ রান।
উদ্বোধনী জুটিতে ১৪ ওভারে আসে ১২৪ রান। ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে বিদায় নেন টেইলর।
তবে সঙ্গীকে হারালেও দমে যাননি সৌম্য। বেধড়ক ব্যাটিংয়ে ভিক্টোরিয়ার বোলারদের নাকানি-চুবানি খাইয়ে ৮৬ রান তুলে থাকেন অপরাজিত।
আরেক প্রান্তে যোগ্য সঙ্গী না পেলেও নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড় পুঁজি দাঁড় করায় রংপুর।
জবাব দিতে নেমে আগ্রাসী সূচনা করে ভিক্টোরিয়া। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে নেয় ৫৪ রান। এরপরই তাদের ইনিংসে লাগাম টেনে ধরেন রংপুরের বোলাররা। ২২ বলে ৪০ রান করা জো ক্লার্ক ফিরেছেন দলের ৮৩ রানের মাথায়। পাওয়ারপ্লের পরে মাঝের সময়ে আরও ৩ জন ব্যাটারকে হারায় ভিক্টোরিয়া।
একের পর এক উইকেট হারিয়ে পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় ভিক্টোরিয়ার। দারুণ ব্যাটিংয়ের পর অসাধারণ বোলিংয়ে ১২২ রানেই থামিয়ে দেয় অস্ট্রেলিয়ান ক্লাবটিকে।
বোলারদের দাপটে শেষমেশ বিশ্বমঞ্চে আরও একবার উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা জিতেলো বাংলাদেশের দল রংপুর রাইডার্স।