ক্রিকেট
এখন মাঠে
0

ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের চেয়ে ১৯৪ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

তবে পঞ্চম উইকেটে হ্যারি ব্রুক ও অলি পোপের ১৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ব্রুকের টানা দ্বিতীয় সেঞ্চুরিতেও ইনিংস বড় করতে পারেনি ইংল্যান্ড।

ফেরার আগে ৬৬ রান করেন পোপ। দলীয় ২১৭ রানে এই জুটি ভাঙার পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশ লোয়ার অর্ডারও। ২১ রানে দলটি হারায় শেষ চারটি উইকেট।

ম্যাচটিতে ওভারপ্রতি পাঁচের ওপর রান তুলে ২৮০ তে থামে লায়ন্সরা। ইংল্যান্ডের চার পেসারের আক্রমণে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড।

৮৬ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ব্রাইডন কার্স দুটি এবং ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস নিয়েছেন একটি করে উইকেট।

এএইচ