গ্রেপ্তার হওয়া দুজন লনওয়াবো টটসবে ও থামি সোলেকিলে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আরেকজন খেলোয়াড় ইথি এমবালাটি।
দক্ষিণ আফ্রিকার দুর্নীতি বিষয়ক সংস্থা প্রায় আট বছর পর ফিক্সিংয়ের দায়ে তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। এমবালাটি ১৮ নভেম্বর এবং সোলকিলে ও টটসবেকে ২৮ ও ২৯ নভেম্বর গ্রেপ্তার করা হয়।
মূলত অভিযুক্ত হিসেবে নাম ঘোষণার পর থেকে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ বন্ধ হয়ে যায় এই তিনজনের। ২৯ নভেম্বর তাদের বিরুদ্ধে স্থগিত মামলা নতুন করে শুনানি হয়েছে।
টটসবে প্রোটিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ। ব্যাটার সোলকিলে খেলেছেন তিনটি টেস্ট।
এ ছাড়া এমবালাটির ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও, জাতীয় দলে খেলেননি।