ইটস কামিং ঠু স্লো পার্থ টেস্টে স্টার্ককে লক্ষ্য করে কথার ছুরিটা চালিয়েছিলেন ইয়াসহাসবি জাসওয়াল। যেখানে অস্ট্রেলিয়ার উইকেটে স্টার্ক,হ্যাজেলউড,প্যাট কামিন্সরা ব্যাটারদের জন্য মূর্তিমান আতঙ্ক। সেখানে প্রশংসনীয় ব্যতিক্রম জাসওয়াল।
পরিসংখ্যান বলছে পার্থে সেঞ্চুরি করেছেন এমন ভারতীয় ব্যাটাররা পরবর্তীতে তাদের প্রজন্মের সেরাদের সেরা হয়েছেন। বাঁহাতি জাসওয়ালের আগে পার্থে সেঞ্চুরি করা গাভাস্কার, টেন্ডুলকার এবং কোহলির প্রত্যেকেই তাদের ক্যারিয়ারে পৌঁছেছেন কিংবদন্তীদের কাতারে।
তাহলে জাসওয়ালও কি সেই পথেই হাঁটছেন? ভারতীয় এই বাঁহাতির ক্যারিয়ার স্ট্যাট অন্তত তেমন কিছুরই ইঙ্গিত করছে। মাত্রই তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে প্রথম সফরেই অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি। এক পঞ্জিকাবর্ষে সাদা পোশাকে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ৪৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওপেনিংয়ে ২০০ রানের পার্টনারশিপ। অবশ্য এই তরুণ ভারতীয়র নৈপুণ্য শেষ নয় এখানেই।
শচীন, শাস্ত্রীদের ছাড়িয়ে তেইশ পূর্ণ হওয়ার আগেই বছরে চার শতক হাঁকিয়ে বিনোদ কাম্বলি-গাভাস্কারদের পাশে লিখিয়েছেন নাম। দেড় শতাধিক রানের তালিকাতেও ব্র্যাডম্যান-টেন্ডুলকারদের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন। মাত্র ১৫ টেস্টের ক্যারিয়ারে আটটি হাফসেঞ্চুরি, চারটি সেঞ্চুরি আর দুটি ডাবল সেঞ্চুরিতে ৫৮ গড়ে ১৫৬৮ রান করেছেন জাসওয়াল।
ক্রিকেট পাড়ায় বয়স বাড়ার সাথে সাথে গুঞ্জন বাড়ে অবসরের। ভিরাটের ক্ষেত্রে সমালোচকরা সেই সুযোগ খুব কমই পেয়েছেন। তবে বছরজুড়ে বিশের নিচে গড়ে এবার যেনো শুভাকাক্ষীরাও উপলব্ধি করছিলেন কোহলির বিদায় নেবার সময় হয়েছে। তবে পার্থে রেকর্ডময় সেঞ্চুরি করে ভিরাট জানান দিয়েছেন নক্ষত্র পতনের গল্পটা আপাতত তার জন্য নয়! টেস্ট ক্যারিয়ারের ত্রিশতম সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। পাশাপাশি ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন কোহলি।
শচীন টেন্ডুলকারের শেষের শুরুতে এসেছিলেন ভিরাট কোহলি। নিজেকে নিয়ে গেছেন প্রজন্মের সেরাদের কাতারে। এবার সেই কিং কোহলির সামনে বিরাট তারকা হয়ে উঠার পথে বিস্ময় ছড়াচ্ছেন জাসওয়াল।