চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও খেলতে পারেননি শান্ত। এবার এই অধিনায়কের জায়গায় নিজেকে প্রমাণ করার সুযোগ দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গেলো বছরের নভেম্বর মাসে মাত্র ২২ বছর বয়সে টেস্ট অভিষেক হয় এই ব্যাটারের। ঘরের মাটিতে প্রতিপক্ষ হিসেবে ছিল নিউজিল্যান্ড।
এরপর আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন টেস্টে খেলার সৌভাগ্য হয় দীপুর। তবে নিজেকে মেলে ধলার মতো সুযোগও তো পাননি চট্টগ্রামের এই ক্রিকেটার।
উইন্ডিজদের বিপক্ষে অ্যান্টিগায় টাইগারদের প্রথম ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর থেকে।