ক্রিকেট
এখন মাঠে
0

অভিশপ্ত ২০২৪ কি ভালোয় ভালোয় শেষ হবে টাইগারদের!

বছরজুড়ে ক্রিকেটের তিন সংস্করণেই লজ্জাজনক পারফরম্যান্স বাংলাদেশ দলের। টেস্ট আর টি-টোয়েন্টির পর এবার পছন্দের ওয়ানডে ফরম্যাটটাও যেন ভুলতে বসেছেন শান্ত-মিরাজরা। আফগানিস্তানের কাছে সিরিজ হেরে এবার র‌্যাংকিংয়ের তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ দল। বছরের শেষটা কেমন হয় তা নিয়ে জেগেছে শঙ্কা।

বছর শুরুর তিনমাস পর আড়মোড়া ভেঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাট ও কুলীন ফরম্যাটে সিরিজ হারলেও, পছন্দের ফরম্যাট ওয়ানডেতে লায়নদের হারায় টাইগাররা।

বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দেয়ার আগে দুর্বল জিম্বাবুয়েকে ঘরের মাঠে আমন্ত্রণ জানিয়ে টি-টোয়েন্টিতে সিরিজ জিতে মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে আসরে অংশ নেন সাকিব-মুশফিকরা। তবে সেখানে টুর্নামেন্ট শুরুর আগেই তথৈবচ অবস্থা দলের। টুর্নামেন্টে নামার আগেই সিরিজ হেরে বসে অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের কাছে।

বিশ্বকাপে অনেক সমীকরণ মিলিয়ে ও প্রতিপক্ষ দলগুলোর কাঁধে পা দিয়ে সুপার এইটে পৌঁছালেও, হতাশা নিয়েই শেষ হয় যাত্রা।

তবে এরপর পাকিস্তানে গিয়ে অন্য এক বাংলাদেশের দেখা মেলে। সাদা পোশাকে বাবর-রিজওয়ানদের ধবলধোলাই করে বদলে যাওয়া বাংলাদেশের আশা জাগান শান্তর দল। উষ্ণ সংবর্ধনা আর বোনাসের কাঁড়ি কাঁড়ি অর্থে পকেটভর্তি হয় ক্রিকেটারদের।

তবে মাস না ঘুরতেই সমর্থকদের তারা বাস্তবতায় নামিয়ে আনেন ভারতের বিপক্ষে আড়াই দিনে টেস্ট হারের লজ্জার সাথে দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়ে। চিত্র পাল্টায়নি ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষেও।

টি-টোয়েন্টি ও টেস্টের দুর্বল বাংলাদেশ যেন বুভুক্ষের মতো অপেক্ষায় ছিল ৫০ ওভারের ম্যাচের জন্য। পছন্দের ফরম্যাট ও প্রতিপক্ষ যখন আফগানিস্তান জয় তখন অনুমেয়ই ছিল। কিন্তু দলটি যখন বাংলাদেশ, আশায় গুড়ে বালিই যেন নিয়তি। আফগানদের সাথে সিরিজ হারের সাথে মাথায় নেমে আসে র‍্যাংকিংয়ে অবনমনের খড়গ। ওয়ানডেতে একসময় ছয়ে থাকা দলটির অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে, নয় নম্বরে। আর শান্তদের টপকে আটে উঠে গেছেন রশিদ-নবীরা।

বছরজুড়ে ক্রিকেটের সব ফরম্যাটে হতাশায় নিমজ্জিত থাকা বাংলাদেশ দলের সামনে শেষ সুযোগ উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। অভিশপ্ত ২০২৪ কি ভালোয় ভালোয় শেষ হবে?

এসএস