গতকাল (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দেন নবী। এরপর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় মোহাম্মদ নবীর। আফগান ক্রিকেটের বেড়ে ওঠা আর উত্থান পতনের সাক্ষী এই অলরাউন্ডার ১৫ বছরে খেলেছেন ১৬৫টি ওয়ানডে। রান করেছেন ৩ হাজার ৫৪৯ আর উইকেট নিয়েছেন ১৭১টি।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে সাদা পোশাককে বিদায় জানান নবী। ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলে যাবেন আফগান এই অলরাউন্ডার।