ক্রিকেট
এখন মাঠে
0

আফগানিস্তান সিরিজের জন্য দেশ ছেড়েছেন নাসুম-নাহিদ

জটিলতা কাটিয়ে অবশেষে ভিসা হাতে পেয়েছেন আফগানিস্তান সিরিজে দলে থাকা নাসুম আহমেদ ও নাহিদ রানা। আজ (বুধবার, ৬ নভেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন এই দুই ক্রিকেটার।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে দুই ভাগে দেশ ছেড়েছিল টাইগাররা। ভিসা জটিলতায় দলের সাথে যাওয়া হয়নি নাসুম-নাহিদের। বুধবার ভিসা নিশ্চিত হওয়ায় সন্ধ্যায় দলের সাথে যোগ দিতে আরব আমিরাতের বিমানে চড়েছেন এই দুই ক্রিকেটার।

তবে খেলা হয়নি প্রথম ওয়ানডে। এদিকে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। টাইগারদের সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহের সাথে বিরোধের জেরে দলে জায়গা হারিয়েছিলেন এই বাহাতি স্পিনার।

অন্যদিকে এই সিরিজ দিয়ে টাইগার জার্সিতে সাদা বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তরুণ পেসার নাহিদ রানা।

এসএস