ক্রিকেট
এখন মাঠে
0

রবি বোপারার ঝড়ো ব্যাটিং, ৬ ছক্কায় এক ওভারে ৩৭ রান

হংকং সিক্সার্স টুর্নামেন্টে রবিন উথাপ্পার ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ড ব্যাটার রবি বোপারা।

ভারত-ইংল্যান্ড ম্যাচে ভারত অধিনায়ক রবিন উথাপ্পার ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক রবি বোপারা। ওভারে ৬ ছক্কা নেন তিনি। উথাপ্পার করা প্রথম ৫ বলে ৫ ছক্কা হাঁকান তিনি।

পরের বলটি ওয়াইড দেন উথাপ্পা। এরপর সপ্তম বলেও ছক্কা মারেন রবি। মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অপর দিকে ১৮ বলে ৫১ রান করেন সামিত প্যাটেল।

প্রথমে ব্যাটিং এ নেমে ৬ ওভারে ১ উইকেটে ১২০ রান তোলে ইংল্যান্ড। জবাবে ১০৫ রানে থামে ভারত। ১৫ রানে জয় পায় ইংল্যান্ড। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যান অফ দ্য ম্যাচ হন রবি বোপারা।

এএম