ক্রিকেট
এখন মাঠে
0

হংকং সিক্সেস: সেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাংলাদেশের বিদায়

হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন জিশান ও আবদুল্লাহ আল মামুন। তবে দ্বিতীয় ও তৃতীয় ওভারে ৩ উইকেট হারানোয় রানের গতি কমে যায়। পঞ্চম ওভারে আরও দুই উইকেট হারায় দলটি। ছয় বলে তিন ছক্কায় ১৮ রান করে বিদায় নেন রনি।

১২ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে একশ পার করান মোহাম্মদ সাইফউদ্দিন। ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩য় ওভারে ৫৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

পঞ্চম ওভারে জিসান ৪ রান নিয়ে দুই উইকেট তুললে সাময়িক চাপে পড়ে লঙ্কানরা। শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। আল মামুনের ওভারে এক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় লংকানরা।

এএইচ