ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সেদিকউল্লাহ অটল

বিপিএলের এবারের মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে ইমার্জিং এশিয়া কাপে আলো ছড়ানো ওপেনার সেদিকউল্লাহ অটলকে।

সোশ্যাল মিডিয়া পোস্টে ২৩ বছর বয়সী ওপেনারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি কিংবা দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে চুক্তি না থাকায় পুরো মৌসুমের জন্যই পাওয়া যেতে পারে তাকে।

ওয়ানডেতে এখনও অভিষেক না হওয়া সেদিকউল্লাহ আফগানিস্তানের হয়ে ইতোমধ্যে ৬ টি-টোয়েন্টি খেলেছেন। চলমান ইমার্জিং এশিয়া কাপের চার ম্যাচে প্রায় ১০৫ গড় ও ১৬১ স্ট্রাইকরেটে ৩১৩ রান করেছেন। এমন পারফরম্যান্সের পর বিপিএলের জন্য তাকে দলে টেনেছে রংপুর।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর