সোশ্যাল মিডিয়া পোস্টে ২৩ বছর বয়সী ওপেনারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি কিংবা দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে চুক্তি না থাকায় পুরো মৌসুমের জন্যই পাওয়া যেতে পারে তাকে।
ওয়ানডেতে এখনও অভিষেক না হওয়া সেদিকউল্লাহ আফগানিস্তানের হয়ে ইতোমধ্যে ৬ টি-টোয়েন্টি খেলেছেন। চলমান ইমার্জিং এশিয়া কাপের চার ম্যাচে প্রায় ১০৫ গড় ও ১৬১ স্ট্রাইকরেটে ৩১৩ রান করেছেন। এমন পারফরম্যান্সের পর বিপিএলের জন্য তাকে দলে টেনেছে রংপুর।