ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

অবশেষে ১৪ বছরের অপেক্ষার অবসান। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।

দলের হয়ে অ্যামেলিয়া কের ৪৩, ব্রুকি হ্যালিডে ৩৮ আর সুজি বেটসের ব্যাট থেকে আসে ৩২ রান। জবাবে ৪১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরুর ইঙ্গিত দেয় দক্ষিণ আফ্রিকা।

তাজমিন ব্রিটসকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬ ওভার ৪ বলেই ৫১ রান তুলে ফেলেছিলেন অধিনায়ক লরা ভলভার্ট। ব্রিটস ১৮ বলে ১৭ রান করে ফেরার পর পথ হারায় প্রোটিয়ারা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৯ উইকেটে ১২৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। নিউজিল্যান্ডের বিশ্ব জয়ের দিন ৩ উইকেট নিয়ে ম্যাচ ও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন অ্যামেলিয়া।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর