ক্রিকেট
এখন মাঠে
0

সাকিব ভক্ত ও বিরোধীদের সংঘাতে উত্তপ্ত মিরপুর

ক্রিকেট পাড়ায় উদ্ভূত নতুন সমস্যা! সাকিব আল হাসানের বিদায়ী টেস্টকে কেন্দ্র করে সাকিব ভক্ত ও সাকিব বিরোধীদের ধাওয়া- পালটা ধাওয়ায় উত্তপ্ত মিরপুর স্টেডিয়াম এলাকা। এমন বিশৃঙ্খলায় উদ্বেগ সৃষ্টি হয়েছে কাল অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট ম্যাচ নিয়ে।

উল্লাসের মঞ্চে উত্তাপ! অপ্রীতিকর হলেও এমন ঘটনাই ঘটেছে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সাকিবকে দেশে ফিরিয়ে এনে সম্মানের সাথে বিদায় দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছিলো সাকিব ভক্তরা।

রাস্তা আটকে তাদের এই কর্মসূচিতে এক দফা দাবি- যদি সাকিব বিদায়ী টেস্ট খেলতে না দেয়া হয় তাহলে পদত্যাগ করতে হবে বিসিবি সভাপতিকে।

শুরুর দিকে শান্তিপূর্ণ আন্দোলনই চলছিলো। তবে সময় গড়ানোর সাথে সাথে পালটে যায় দৃশ্যপট। প্রধান ফটকের সামনে থেকে স্টেডিয়ামের এক নম্বর গেটের দিকে লং মার্চ নিয়ে যাওয়ার সময় সাকিব ভক্তদের ধাওয়া করে সাকিব বিরোধীরা। এক পর্যায়ে সেখানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাজনীতির সঙ্গে সাকিবের বিদায়ী টেস্ট ম্যাচ খেলা কিংবা এই আন্দোলনের কোনো সংযোগ বা সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে সাকিব ভক্তরা বলেন.সাকিব অনুতপ্ত হয়ে তার অবস্থান ব্যাখ্যা করার পরেও বিসিবি- বাংলাদেশের অন্যতম ক্রীড়াবিদকে যথেষ্ট সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেনি।

অপ্রীতিকর ঘটনায় সাকিবের অবসর এবং তার নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি- যে বিসিবি কি সাকিব ইস্যুতে আরো ভালো কোনো সমাধান বের করতে পারত কি-না। কারণ এ ধরনের ঘটনার দেশের ক্রিকেটীয় স্বার্থেরই পরিপন্থি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর