ক্রিকেট
এখন মাঠে
0

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ

প্রথম ম্যাচে হারের দুঃস্মৃতি ভুলে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আজ (বুধবার, ৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ।

সিরিজ রক্ষার ম্যাচের আগেই সকল গুঞ্জন সত্য প্রমাণ করেই অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যেখানে দ্বিতীয় ম্যাচ হেরে গেলে সব আশা ধূলিসাৎ হয়ে যাবে টাইগারদের। সে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনজুড়েই ছিল তার অবসর প্রসঙ্গ।

প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে যেভাবে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ তাতে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে।

অরুণ জেটলি স্টেডিয়ামের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এখানকার টি-টোয়েন্টিতে ব্যাটিং-বান্ধব উইকেট হয়ে থাকে। ২০২৪ আইপিএল আসরে ভেন্যুটিতে পাঁচটি ম্যাচ হয়েছিল। যেখানে ১০ ইনিংসের মধ্যে আটটিতেই উঠেছে ২শ'র বেশি রান।

দিল্লির ব্যাটিং স্বর্গে বাংলাদেশের বোলারদের ওপরে আস্থা রাখতে বলছেন সদ্য বিদায় বলা অলরাউন্ডার।

বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'বোলিং ইউনিট হিসেবে আমি একটাই কথা বলবো আমাদের যে বোলিং ভ্যারাইটি আছে। আমাদের পেস ইউনিট এবং স্পিনিং ইউনিট খুবই ভালো। আমার মনে হয় না প্রথম ম্যাচটা খুব ভালো ভাবে খেলেছি। ব্যাটিং টা ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। কিন্তু ওই একটা ম্যাচের উপর ভিত্তি করে যদি বিচার করা শুরু করেন তাহলে এটা ঠিক না।'

ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এখনও পর্যন্ত মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে টাইগারদের জয় একটিই।

২০১৯ সালের ৩ নভেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে শফিউল-আমিনুলের বোলিং ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ম্যাচটি ৭ উইকেটে জিতে নিয়েছিল টাইগাররা।