ক্রিকেট
এখন মাঠে
0

ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

শক্তিশালী প্রতিপক্ষ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই লড়াইয়ে থাকবে বাংলাদেশের নারীরা। নিজেদের সেরাটা দিতে পারলে ইংলিশদের বিপক্ষে জয়ও সম্ভব বলে মনে করছেন, সোবহানা মোস্তারি আর রিতু মনি। আজ (শনিবার, ৫ অক্টোবর) দু'দলের ম্যাচ শুরু রাত ৮ টায়।

স্কটল্যান্ড ম্যাচের পরদিন কোনো অনুশীলন রাখেনি বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। তারপরও দুবাইয়ে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশের ছয় ক্রিকেটার। নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের হারিয়ে টাইগ্রেসরা যে ফুরফুরে মেজাজে আছেন।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে জাহানারাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। যে দলটির সাথে কালেভদ্রে খেলার সুযোগ মিলে বাংলাদেশের। আরও সহজ করে বললে ইংলিশদের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিগত কয়েকটি আসর ছাড়া কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারেনি বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড একরকম অচেনা প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী টাইগ্রেস ব্যাটার।

সোবহানা মোস্তারি বলেন, 'ইংল্যান্ড বরাবরই ভালো। ওয়ার্ল্ড র‌্যাকিংয়ে তারা সবসময় ১ থেকে ৩ নম্বরের মধ্যেই থাকে। তাদের সাথে আমাদের খুব বেশি খেলা হয়নি। আমরা আশাবাদী তাদের সাথে ভালো করবো।' 

টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে দলটি। ইংলিশদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে তিনবারের দেখায় কখনোই জিততে পারেনি বাংলাদেশ। তবে শক্তিশালী প্রতিপক্ষকেও ছাড় দিতে নারাজ টাইগ্রেসরা।

অলরাউন্ডার রিতু মনি বলেন, 'তারা ভালো টিম। তারপরও আমাদের দিক থেকে কোনো ছাড় দিবো না। আশা করছি তাদেরকে একটা টার্গেট দিলে আমরা জিততে পারবো।' 

শক্তিমত্তায় এগিয়ে থাকা দলটির বিপক্ষে জেতা যে বাংলাদেশের জন্য কষ্টসাধ্য ব্যাপার, তা নিশ্চিত করেই বলা যায়। বিশ্ব আসরে বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখবে ইংল্যান্ড নাকি নতুন ইতিহাস রচনা করবে জ্যোতির দল, সেটাই দেখার অপেক্ষা।

ইএ