ক্রিকেট
এখন মাঠে
0

আড়াই দিনে ভারতের কাছে হারলো বাংলাদেশ

মাত্র আড়াই দিনে বাংলাদেশকে হারালো ভারত। চেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। এর ফলে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো শান্ত'র দল।

পঞ্চম দিনের সকালে আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ২৬ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারেনি ব্যাটাররা।

একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাদমানের ব্যাটে এসেছে একমাত্র ফিফটি। শেষ দিকে একা লড়াই চালিয়েছেন মুশফিকুর রহিম। ১৪৬ রান তুলে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।

জবাবে ওয়ানডে মেজাজে ব্যাট চালায় ভারতীয়রা। দলীয় ১৮ ও ৩৪ রানে রোহিত-গিলকে ফেরালেও জয়সওয়াল ও কোহলির ব্যাটে জয়ের ভিত গড়ে ওঠে। ফিফটি তুলে দলের জয় প্রায় নিশ্চিত করে আউট হন জয়সওয়াল।

বাংলাদেশের হয়ে দু'টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট গেছে তাইজুল ইসলামের ঝুলিতে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর