ক্রিকেট
এখন মাঠে
0

১৬ অক্টোবর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

সব সংশয় আর উৎকণ্ঠা দূর করে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল। আগামী ১৬ অক্টোবর দলটি ঢাকায় আসবে। এর আগে পর্যবেক্ষক দল পাঠিয়ে সন্তুষ্টি অর্জন করেছিলো প্রোটিয়ারা।

বিসিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে ১৬ অক্টোবর। ১৭ অক্টোবর বিশ্রামের পর অনুশীলন শুরু করবে ১৮ অক্টোবর। ২০ অক্টোবর পর্যন্ত চলবে তিনদিনের অনুশীলন, এরপর ২১ অক্টোবর 'হোম অব ক্রিকেট' মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

প্রথম টেস্ট শেষে দু’দল চট্টগ্রামে যাবে ২৬ অক্টোবর। ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিরিজ শেষে আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সরকার পরিবর্তনের পর বাংলাদেশ থেকে সরে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্থগিত হয় নিউজিল্যান্ড 'এ' দলের বাংলাদেশ সফরও। দক্ষিণ আফ্রিকা জাতীয় দল বাংলাদেশে আসতে চাইবে কীনা, সেই প্রশ্ন তাই উঠেছিল।

টেস্টে এখন পর্যন্ত ১৪ বার পরস্পরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ১২ বারই জিতেছে প্রোটিয়ারা, দুটি ম্যাচ হয়েছে ড্র, টাইগাররা জিততে পারেনি একটি ম্যাচও।

বাংলাদেশ সফরের টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এই সম্পর্কিত অন্যান্য খবর