এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৭ কোটি ৯৬ লাখ টাকা। আর রানার আপ দলের জন্য রাখা হয়েছে ১১ লাখ ৭০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকা।
এর আগে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে পুরস্কার দেয়া হয়েছিল ১ মিলিয়ন মার্কিন ডলার।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৬ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় প্রায় ৮ কোটি সাত লাখ টাকা।
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্যও থাকছে বাড়তি অর্থ। অংকটা ৩১ হাজার ১৫৪ ডলার বা ৩৭ লাখ ২২ হাজার টাকা।
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ৭.৯৫ মিলিয়ন ডলার খরচ হবে দলগুলোকে পুরস্কৃত করতে।