প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শাহিদি, সহ-অধিনায়ক রহমত শাহ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রশিদ খান।
অভিজ্ঞ দুই অলরাউন্ডার মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইবও আছেন দলে। যদিও আফগানিস্তান পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রহমানকে। দু'জনই ইনজুরি সমস্যা কাটিয়ে উঠতে পারেননি।
তাদের বদলে সুযোগ পেয়েছেন দুই তরুণ আবদুল মালিক ও দরবেশ রাসুলি।
১৮ থেকে ২২ সেপ্টেম্বর সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।