ক্রিকেট
এখন মাঠে
0

প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টুর্নামেন্ট ছাড়া এতদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেনি আফগানিস্তান। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজে খেলতে যাচ্ছে দুই দল।

প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শাহিদি, সহ-অধিনায়ক রহমত শাহ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রশিদ খান।

অভিজ্ঞ দুই অলরাউন্ডার মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইবও আছেন দলে। যদিও আফগানিস্তান পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রহমানকে। দু'জনই ইনজুরি সমস্যা কাটিয়ে উঠতে পারেননি।

তাদের বদলে সুযোগ পেয়েছেন দুই তরুণ আবদুল মালিক ও দরবেশ রাসুলি।

১৮ থেকে ২২ সেপ্টেম্বর সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর