ক্রিকেট
এখন মাঠে
0

ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবি'র, বাদ শরিফুল

সাকিব আল হাসানকে রেখেই ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) সকালে দল ঘোষণা করে বিসিবি। বাদ পড়েছেন শরিফুল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে জয়ী স্কোয়াড থেকে ইনজুরির কারণে এবার বাদ পড়েছেন শরিফুল ইসলাম। তার পরিবর্তে জাকের আলী অনিককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের ম্যাচে করা শতকের পুরস্কারস্বরূপ দলে এই ডানহাতির অন্তর্ভুক্তি।

নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দলে রাখা হয়েছে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদকে। এছাড়াও দলে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান।

সাদমান ইসলাম, জাকির হাসান, জাকের আলী অনিক, এবং খালেদ আহমেদরাও আছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা দলে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর