ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টে বাংলাদেশের ব্যর্থতার কথা স্বীকার করলেন লিটন

পাকিস্তানের সাথে টেস্টে দিনের প্রথম সেশনে বাংলাদেশ দলের ব্যর্থতার কথা স্বীকার করলেন লিটন দাস। জানালেন, এক্ষেত্রে আরও উন্নতি করতে চায় দল। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার ভারতীয় সিরিজে নজর এই উইকেটকিপার ব্যাটারের। অভিজ্ঞ হিসেবে দায়িত্ব নিতে চান নিজেও।

ক্রিকেটের অভিজাত সংস্করণে বাংলাদেশ পরাজয়ের বৃত্তেই ঘুরপাক খেয়েছে বেশিরভাগ সময়। সাদা পোশাকের ক্রিকেটে বরাবরই ধূসর ছিল লাল সবুজের দল। পাকিস্তানের বিপক্ষে ইতিহাসের পাতায় নাম লেখানো জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে, এই ফরম্যাটেও সম্ভাবনা খুঁজছে দল। শুরু হয়েছে দলের পারফরম্যান্সের কাঁটাছেঁড়া। পাক বধের তৃপ্তিতে ডুবে না থেকে নিজেদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছেন ক্রিকেটাররা। বিশেষ করে টেস্টে দিনের প্রথম সেশনেই তাল হারিয়ে ফেলা নিয়ে ভাবনায় আছে দল। আগের দিন চালকের আসনে থেকে পরদিন সকালেই ম্যাচ হারিয়ে ফেলার অসংখ্য নজিরের কথা জানা আছে ক্রিকেটারদেরও। তাই অকপটেই ব্যর্থতা স্বীকার করে নিলেন লিটন দাস।

তিনি বলেন, 'টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয়, সেজন্য প্রতিটি সেশন অনেক ইম্পর্টেন্ট। আমার কাছেও ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রথম সেশনে আমরা নিজেদের ১০০ ভাগ ক্রিকেটটা খেলতে পারিনি। সেটা বোলিং-ব্যাটিং দু'দিক দিয়েই। সেখানে আমাদের ইম্প্রুভমেন্টের জায়গা আছে।'

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি নিয়েই আরেক পরাশক্তি ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। তবে, সুখের অতীত ভুলে সতীর্থদেরকে সতর্ক থাকার বার্তা দিলেন লিটন।

তিনি বলেন, 'হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, তারা সবসময় বেটার সাইট। আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজও হবে। তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের র‌্যাংকটাও খুব উপরে। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে।'

লিটন দাসও দীর্ঘদিন ফর্মের বাইরে ছিলেন। পাকিস্তান সিরিজে শতক হাঁকিয়ে রান খরা কাটানোর আভাস দিয়েছেন। তবে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক কাটিয়ে ফেলা লিটন কি কেবল এমন দু'একটা ইনিংসেই তৃপ্ত থাকবেন?

লিটন দাস বলেন, 'অলমোস্ট ৮ থেকে ১০ বছর খেলা হয়েছে। এক্সপেরিয়েন্স তো হয়েছে। এখন সময় দায়িত্ব নেয়ার, দায়িত্ব যদি এখন না নেই তবে, কবে নেবো?'

ভারতের বিপক্ষে দু'টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর