টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা। আর এটিকে দেশের ক্রিকেটের বড় অর্জন মানছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিজয়ের ট্রফি হাতে দেশে ফিরে বিমানবন্দরে অধিনায়ক শান্ত সাংবাদিকদের জানান, মিরাজ ও লিটন ভালো খেলবেন; অধিনায়ক হিসেবে তার এমন ভরসা আগেই ছিল।
আরও বলেন, ‘আমার কাছে মনে হয় সব থেকে বড় অর্জন এইটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। মিরাজ ও লিটন অতীতে এমন পার্টনারশিপ করেছে এমন ভরসা আগেই ছিল।’
তবে পাকিস্তান থেকে দেশে ফেরেননি সাকিব আল হাসান। সাকিব প্রসঙ্গে অধিনায়ক শান্ত বলেন, দলের সবাই সাকিব আল হাসানের পাশে আছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হলে সাকিব প্রসঙ্গে আলাপ হতে পারে বলেও জানান নাজমুল হোসেন শান্ত। বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয় একটা ভিন্ন বিষয়। প্রত্যেক প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। আমরা সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটুকু ডেডিকেটেড।’
পাকিস্তান সফর শেষ। এবার লাল সবুজের প্রতিনিধিদের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারত সফর। কোচকে নিয়েও কথা বললেন টাইগার দলপতি।
তিনি আরও বলেন, ‘ভারত সিরিজ এইটা অবশ্যই একটা কঠিন সিরিজ। এইটার জন্য আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। ওইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। যদি ভালো খেলতে পারি সিরিজ জয় করা সম্ভব।’
বাংলাদেশ ক্রিকেটে এমন হাস্যোজ্জ্বল প্রত্যাবর্তন খুব কম হয়েছে। এমন ফেরা বারবার চান ক্রিকেটপাড়ার পরিচিত মুখ টাইগার শোয়েব। গণমাধ্যমকে বলেন, এইরকম দিন যেন বার বার আসে। বিমানবন্দরে এসে যেন বার বার পতাকা উড়াতে পারি।
দ্বিতীয় বহরে দোহা হয়ে বাংলাদেশে ফেরেন মুশফিকুর রহিমসহ বাকিরা।