ক্রিকেট
এখন মাঠে
0

রেকর্ড গড়া সেঞ্চুরিতে তামিম ইকবালকে ছাড়িয়ে মুশফিক

রেকর্ড গড়া সেঞ্চুরিতে তামিম ইকবালকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মুশফিকুর রহিম। ধৈর্য্য আর দক্ষতার মিশেলে রাওয়ালপিন্ডি টেস্টে তিন অঙ্ক স্পর্শ করার দিনে ৩৭ বছর বয়সী মুশফিক গড়েছেন একাধিক রেকর্ড।

২১ বছর পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি! মুশফিক নিজেও সেঞ্চুরি খরায় ছিলেন প্রায় ১৬ মাস। উদযাপনটা তাই বাঁধভাঙা হওয়াই স্বাভাবিক। মুশফিক করলেন বুনো উল্লাস। রানে ফেরার মঞ্চ হিসেবে বেছে নিলেন পাকিস্তানকেই। রাওয়ালপিন্ডি টেস্টের ৪র্থ দিনে খেলা দেখতে আসা দর্শকরাও বিনে পয়সায় সেঞ্চুরি দেখার দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলেন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। আর মুশফিক নিজে মাতলেন একাধিক মাইলফলক স্পর্শ করার আনন্দে।

মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকের নামের পাশে আগে থেকেই ছিল ৩টি ডাবল সেঞ্চুরি। আরেকটি সেঞ্চুরি হলেই মাইকেল ক্লার্ক, ব্রেন্ডন ম্যাককালামদের মতো কিংবদন্তীদের এলিট ক্লাবে জায়গা করে নিতে পারতেন।

কিন্তু দিনশেষে মাত্র ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করার আক্ষেপটা হয়তো ঠিকই পোড়াবে এই মিডল অর্ডার ব্যাটারকে। তবে দেশী ক্রিকেটারদের মধ্যে এখনো ডাবল সেঞ্চুরির সংখ্যাতে তিনিই সবার উপরে। সাকিব-তামিমের ১টি করে ডাবলের বিপরীতে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি ৩টি।

বিদেশের মাটিতে সেঞ্চুরির সংখ্যাতেও সবার উপরে মুশফিকুর রহিম। সেটাও আবার পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে। পাকিস্তান ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে লাল বলের ক্রিকেটে মুশফিকের নামের পাশে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।

তিন ফরম্যাট মিলিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে স্পর্শ করেছেন ১৫ হাজার রানের মাইলফলক। ১৫ হাজার ১৯২ রান নিয়ে তামিম সবার শীর্ষে। আর ১৫ হাজার ১৫৯ রান নিয়ে সতীর্থের ঘাড়ে নিশ্বাস ফেলছেন মুশফিক। সুযোগ আছে পাকিস্তান সিরিজেই তামিমকে ছাড়িয়ে যাবার।

আরো এক জায়গায় সাদা পোশাকের ক্রিকেটে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি করার পথে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার শতরানের তালিকায় উঠে এসেছেন ২য় স্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১২টি সেঞ্চুরি মুমিনুল হকের।

টেস্ট স্বীকৃতি পাওয়ার ২৪ বছর হয়ে গেলেও পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। তার প্রমাণ ২০০৩ সালে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার পেতে বাংলাদেশের লেগেছে দুই দশকের বেশি সময়। তবে এবার ভিন্ন কিছু করার প্রত্যয় টাইগারদের। আর সেই প্রত্যয়ে আত্মবিশ্বাস যোগাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

tech