এর আগে বৃষ্টির কারণে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হয় মধ্যাহ্ন বিরতির পর। টস আনুষ্ঠানিকতা শেষে শুরুতে মাঠে নামে স্বাগতিক পাকিস্তান। তবে বল ঠিকভাবে ব্যাটে লাগাতে পারছিল না ব্যাটাররা।
সে সুযোগে দলের হয়ে ব্রেকথ্রু এনে দেন তরুণ পেসার হাসান মাহমুদ। দলীয় ৩ রানে আব্দুল্লাহ শফিক ফেরেন প্যাভিলিয়নে। হাসানের সঙ্গে আরেক তরুণ পেসার শরিফুল যোগ দিলে দলীয় ১৬ রানে আরও দুই উইকেটের পতন হয় স্বাগতিকদের।
আগের দুই ব্যাটার রান করলেও একেবারে খালি হাতে ফিরেছেন অভিজ্ঞ বাবর আজম। তবে সতীর্থদের আসা যাওয়ার মাঝে সাউদ শাকিলের সঙ্গে জুটি বেধে স্কোরবোর্ডে ৯৮ রান যোগ করেন সাইম আয়ুব। হাসানের বলে মাঠ ছাড়ার আগে সাইম করেন ৫৬ রান।