গেলো মৌসুমে ইংলিশ কাউন্টি ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময়ে পিঠের ইনজুরিতে পরেছিলেন ২৮ বছর বয়সী এই পেসার। মূলত ফিটনেস ফিরে পাওয়ার শর্তেই প্রথম টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিলো জামালকে।
তবে পুরো ফিট না হওয়ায় আবারও তাকে ফেরত পাঠানো হয়েছে। সবশেষ অস্ট্রেলিয়া সফরে ৩ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছিলেন জামাল।
এদিকে একাদশে জায়গা হবে না বলে আগেই স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছিলো ব্যাটার কামরান গুলাম ও স্পিনার আবরার আহমেদকে। এতে করে শান্ত-মুশফিকদের বিপক্ষে বিশেষজ্ঞ কোন স্পিনার ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামবে বাবর আজম-শান মাকসুদরা।





