সেখানে বলা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করা পাপন এ মুহুর্তে স্ত্রীসহ লন্ডনে অবস্থান করছেন। তাছাড়া আওয়ামী লীগ পন্থী কয়েকজন প্রভাবশালী বোর্ড পরিচালকও আত্মগোপনে রয়েছেন।
জানা গেছে, গেল বুধবার ঢাকায় থাকা কয়েকজন বিসিবি পরিচালক তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনায় বসেছিলেন। কারণ এরই মধ্যে পাপনের পদত্যাগের দাবিতে বিসিবির সামনে সাবেক কর্তাসহ ক্রীড়া সংগঠকরা কর্মসূচি পালন করেছেন।
বিসিবির বর্তমান কমিটির মেয়াদ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত।