আইপিএল মানেই চার ছক্কার ফুলঝুড়ি আর কাড়ি কাড়ি টাকা। আর এটা আকর্ষণীয় করতে নেয়া হয় নানা উদ্যোগ। ঠিক তেমনি নতুন এক প্রস্তাব দিয়েছে ফ্রাঞ্চাইজি মালিকরা। এবার আইপিএল খেলার জন্য নিলামে নাম দিয়ে পরে প্রতিযোগিতা শুরুর আগে সরে দাঁড়াতে পারবে না ক্রিকেটাররা।
সম্প্রতি আইপিএলের দলগুলোর মধ্যে একটি বৈঠক হয়। সেখানে বেশ কিছু দল একটি প্রস্তাব দেয়। নিলামে কোনো বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএলে না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয়। তাই কোনো ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে দু'বছরের নির্বাসিত করার প্রস্তাব দেয় দলগুলো।
সে প্রস্তাব সবগুলো দলই মেনে নিয়েছে। তবে, কবে এই নিয়ম কার্যকর হবে তা এখনই স্পষ্ট নয়। এক্ষেত্রে পারিবারিক সমস্যা বা বড় কোনো চোটে পড়লে ভিন্ন বিষয়। কিন্তু, তেমন কোনো কারণ না দেখিয়ে সরে গেলে তাদেরকে পরবর্তীতে দুই বছরের জন্য নির্বাসিত করা হবে।
বিদেশি ক্রিকেটাররা বড় নিলামে নিজেদের নাম লেখাচ্ছে না। মিনি নিলামে নাম লেখাচ্ছে তারা। সেক্ষেত্রে বেশি টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে। যে কারণেই দলগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে।
মূলত, বিদেশি ক্রিকেটারদের ন্যূনতম মূল্যে কেনা হলে বেশি সমস্যায় পড়তে হয়। পরে পারিশ্রমিক বাড়ানোর দাবি করেন তারা। আর বেশি টাকা পেলে খেলতে রাজি।