ক্রিকেট
এখন মাঠে
0

নারী এশিয়া কাপ: ফাইনালে লড়বে ভারত-শ্রীলঙ্কা

নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। এ পর্যন্ত এশিয়া কাপের ইতিহাসে সব থেকে বেশি ফাইনালে মুখোমুখি হওয়া দলও ভারত-শ্রীলঙ্কা। আজ (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পাল্লেকেলেতে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

নারী এশিয়া কাপের ইতিহাসে সফল দল ভারত। এ পর্যন্ত ৮ আসরেই ফাইনাল খেলেছে ভারতীয় মেয়েরা। যার মধ্যে সাতবারই শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।

এবারের আসরেও গ্রুপপর্ব থেকে শুরু করে সেমিফাইনাল, হারমানপ্রীতের দল ছিল অপ্রতিরোধ্য। সেমিতে বাংলাদেশকে বিধ্বস্ত করেছে ১০ উইকেটে।

পাল্লেকেলেতে এবারও খুব চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০১২ থেকে টি-টোয়েন্টি ফরম্যাট শুরুর পর থেকে মাত্র একবারই ফাইনাল খেলেছে দুই দল। গেল আসরের সেই ফাইনালে লঙ্কানদের এক কথায় উড়িয়ে দিয়েছিল প্রীত-কৌরের দল।

এশিয়া কাপের আসর যত গড়িয়েছে লঙ্কানদের দুঃখ তত বেড়েছে। ৫ বার ফাইনালে উঠেও এই ভারতের কাছেই হারতে হয়েছে তাদের। তবে এবার ব্যাটারদের পারফরম্যান্স আশা জাগাচ্ছে চামিরা আতাপাত্তুদের।

নারী এশিয়া কাপের ফাইনাল যে জিতবে তারাই পাবে প্রায় সাড়ে ২৩ লাখ টাকা। আর রানারআপ দল পাবে ১৪ লাখ ৬৬ হাজার টাকার বেশি।

ব্যক্তিগত পারফরম্যান্সেও বরাবরের মতো থাকছে আলাদা আর্থিক পুরস্কার। ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচ পাবে ১ লাখ ১৭ হাজার টাকা। আর টুর্নামেন্ট সেরা পাবেন ২ লাখ ৩৪ হাজার টাকা।

এখন অপেক্ষা লঙ্কানদের ভাগ্য কি ঘুরে দাঁড়াবে নাকি ভারত তাদের শিরোপার সংখ্যা আরও বাড়াবে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর