ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে ফাইনালে ভারতের প্রতিপক্ষ হলো স্বাগতিকরা।

শুক্রবার (২৬ জুলাই) ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। মুনিবা আলি টিকে থাকলেও উদেশিকা প্রাবোধানির বলে ফিরোজা আউট হন। তাতে উদ্বোধনী জুটি থেকে আসে ৬১ রান। পরে ওয়ান ডাউনে নামা সিদরা আমিনকে নিয়ে বড় সংগ্রহের পথে হাঁটার চেষ্টা করলেও ব্যর্থ হন মুনিবা।

পাঁচ বলের ব্যবধানে একই ওভারে মুনিবাকে মাঠ ছাড়া করেন লঙ্কান বাঁহাতি পেসার উদেশিকা। সিদরা ও পরে অধিনায়ক নিধা দ্বার দলীয় ৯৯ রানে আউট হলে একশোর ঘর পার করাই চ্যালেঞ্জিং হয় পাকিস্তান নারী ক্রিকেটারদের জন্য। তবে দলের হাল ধরেন আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৪০ রানের পুঁজি গড়ে পাকিস্তান।

রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৯ রানে দুই উইকেট নেয় লঙ্কানদের। তৃতীয় উইকেট জুটিতে আতাপাত্তু প্রথমে দিলহারির সঙ্গে ৫৯ রান পরে সানজিওয়ানির সঙ্গে জুটি বেধে গড়েন ৪২ রান। তাতে জয়ের দিকে এগোতে থাকে শ্রীলঙ্কা।

তবে আতাপাত্তু আউটের পর পাকিস্তান বোলারদের আরও দুই উইকেট শিকার করলেও হারাতে পারেনি স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখে ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর