৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসা টর্নেডোর বাতাসে লণ্ডভণ্ড বিশ্বকাপের ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে বিশ্বকাপ ভেন্যুর এমন অবস্থা চিন্তা বাড়িয়েছে আয়োজক ও সমর্থকদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুর মধ্যে অন্যতম হল টেক্সাসের ডালাস শহরের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। ২০০৮ সাল থেকে ২০ সাল পর্যন্ত দীর্ঘ ১২ বছর এই স্টেডিয়াম ব্যবহৃত হয় বেসবলের জন্য। পরবর্তীতে বেসবল দল টেক্সাস এয়ারহগস নিজেদের হোম ভেন্যু পরিবর্তন করলে লম্বা সময়ের জন্য মাঠটি লিজ নেয় যুক্তরাষ্ট্র ক্রিকেট। ২০ মিলিয়ন ডলার খরচ করে পুনর্নির্মাণ করা হয় স্টেডিয়ামটি। বসানো হয় আধুনিক ক্রিকেটের সব সুযোগ সুবিধা। পরবর্তীতে ২০২২ সাল থেকে মেজর লিগ ক্রিকেটের ম্যাচ হয় এই স্টেডিয়ামে ।
ছোট ফরম্যাটের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-কানাডার উদ্বোধনী ম্যাচ হবে এই ভেন্যুতে। এছাড়া বাংলাদেশ- শ্রীলঙ্কার ম্যাচসহ পাকিস্তান, নেদারল্যান্ডস-নেপালের মূল পর্বের মোট চার ম্যাচ গ্র্যান্ড প্রেইরির গ্যালারিতে বসে দেখবেন দর্শকরা। তবে মূল পর্ব শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। যুক্তরাষ্ট্রে বর্তমানে বৃষ্টির মৌসুম হওয়ায় একশর বেশি ঝড়ের কবলে পড়ার শঙ্কা রয়েছে ডালাস শহরের এ স্টেডিয়ামটির।
মূল আসরের খেলা মাঠে গড়ানোর আগে দলগুলোর প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে টেক্সাসের বৈরি আবহাওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মূল লড়াইয়ে মাঠে নামার আগেই উইকেট সম্পর্কে ভালো ধারণা নেয়ার সুযোগ ছিল প্রস্তুতি ম্যাচে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা থেকে বঞ্চিত হয়েছে টাইগাররা। বজ্রপাত, ঝড় থামলেও স্টেডিয়ামের বিভিন্ন অংশের ক্ষতির কারণে বাতিল করতে হয়েছে ম্যাচটি। এরপরে প্রস্তুতি ম্যাচ আছে নেপাল-নেদারল্যান্ডস, কানাডাসহ স্বাগতিকদের।