ক্রিকেট
এখন মাঠে

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নবাজ হাথুরুসিংহে

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এবার চমক হতে পারেন জাকের আলী অনিক। এমনটাই মন্তব্য করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে বলেও মনে করেন এই স্বপ্নবাজ কোচ। সময়ের সেরা দল পেয়েছেন বলেও জানান তিনি।

শিষ্য সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারেন একজন গুরু। তার চোখে ধরা পড়ে শিষ্যের ভালো-মন্দ সবই।

বাংলাদেশের দীর্ঘ ক্রিকেট ইতিহাসে সেই শুরু থেকে এখন পর্যন্ত ১৮ জন কোচের অধীনে কোচিং করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যে টাইগারদের দুই প্রজন্ম নিয়ে কাজ করার অভিজ্ঞতা চন্ডিকা হাথুরুসিংহের রয়েছে। প্রথম ধাপে দীক্ষা নিয়েছেন তামিম, মাশরাফি, সাকিব, তাসকিন ও লিটনরা। আর ২০২৩ সাল থেকে নিজের কৌশলে নাজমুল হোসেন শান্ত, অনিক, তানজিদ ও হৃদয়দের মতো মাঠের তুর্কিবাজদের দীক্ষা দিচ্ছেন হাথুরু।

কোচের চোখে কোন ক্রিকেটার কেমন টি-২০ বিশ্বকাপের আগে সে কথা জানালেন দিলেন হাথুরু নিজেই। তার পর্যালোচনায় একেক শিষ্য পেয়েছেন, একেক তকমা। শান্তকে বলেছেন নেতা। আর একসময় দল থেকে বাদ পড়া বুড়ো রিয়াদকে বলেছেন দলের স্পিরিট। গুরুর চোখের আড়াল হননি লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাসকিন আহমেদও।

দলের সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের দিকেও দৃষ্টি আছে এই কোচের। হৃদয়, অনিকের গতিময় খেলার প্রশংসা করার পাশাপাশি জাকির আলি অনিককে বলেছেন এবারের বিশ্বকাপের চমক।

বিশ্বমঞ্চে লড়াইয়ে নামার আগে কোচের এমন মন্তব্য নিশ্চয় আলাদাভাবে লাল-সবুজের প্রতিনিধিদের আত্মবিশ্বাস জোগাবে।

এই সম্পর্কিত অন্যান্য খবর