ক্রিকেট
এখন মাঠে
কিউইদের অভিনব উপায়ে দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে চূড়ান্ত দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবারেও দল ঘোষণায় চমক দিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। তবে দলে কোন বড় পরিবর্তন নেই। দারুণ পারফরম্যান্সে সুযোগ পেয়েছেন রাচিন রবীন্দ্র। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও কাইল জিমিসন।

একটু ভিন্নভাবেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় ক্রিকেট বিশ্বকে দিলো চমক। শুধু তাই না নির্বাচিত শিশুরা সাংবাদিক হিসেবে নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ স্কোয়ার্ড নির্বাচন নিয়ে প্রশ্নও করেছেন। ব্যাপারটি অবশ্য দারুণ উপভোগ করেছেন কিউই ক্রিকেটাররা। এরপর দলের সুযোগ পাওয়া ক্রিকেটাররা অতিথি শিশুদের সঙ্গে আনন্দের মূহুর্তগুলো রাঙ্গিয়ে রাখতে ছবি তোলেন।

নিউজিল্যান্ডে জার্সিতেও আছে চমক। ৯৯ ওয়ানডে বিশ্বকাপের জার্সি ধরেই তৈরি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। এবার একটু পেছনে ফেরা যাক। গত বছর ওয়ানডে বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের স্ত্রী সন্তান মা বাবাদের দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ক্রিকেট নিউজিল্যান্ড।

এবারও ভিন্ন ভাবে দল ঘোষণা করলো তারা। ক্রিকেট বিশ্বে যা দারুণ সাড়া ফেলেছে। তবে প্রথম দল হিসেবে নিউজিল্যান্ড বেশ শক্তিশালি দল দিয়েছে। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের সাথে আছে অভিজ্ঞ বোল্ড, সাউদি, স্যান্টনার শোধি, ম্যাট হেনরিরা। দীর্ঘদিন পর ফিরেছেন মাইকেল ব্রেসওয়েল। কলিন মুনরোর ফেরা হয়নি। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও কাইল জিমিসন।

নিউজিল্যান্ড গ্রুপ সি'তে তাদের প্রতিপক্ষ ওয়েষ্ট ইন্ডিজ, আফগানিস্তান ও উগান্ডা। ৮ জুন আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কিউইরা।

ইএ