ক্রিকেট
এখন মাঠে
0

এক মাস আগেই শেষ পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

এক মাসেরও বেশি সময় বাকি আছে পাকিস্তান-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের। কিন্তু তার আগেই সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে।

আজ (সোমবার, ৮ এপ্রিল) এমন তথ্যই দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, দু'দলের সিরিজ মাঠে বসে দেখতে মুখিয়ে আছে দর্শকরা।

সেই প্রমাণই মিলছে টিকিট বিক্রির মাধ্যমে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তিন ম্যাচের সিরিজ খেলবে দু'দল।

আগামী ১০, ১২ ও ১৪ মে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়ার‌ল্যান্ডের ডাবলিনে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর