কিছুদিন আগে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে পর পর সেঞ্চুরি করে নিজের ব্যাটিং পারদর্শিতা দেখিয়েছেন উসমান খান। মুলতান সুলতানসের হয়ে খেলা এই ক্রিকেটার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি রেকর্ড গড়েন। তারপর থেকেই ক্রিকেট দুনিয়ায় তাকে নিয়ে আলোচনা।
আলোচনাটা এতোটা গভীরতা পায় যে, তার দিকে নজর পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পাকিস্তানে জন্ম নিলেও বছর দুয়েক আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এই ব্যাটসম্যান। আর সেখান থেকেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের স্বপ্ন বুনছিলেন তিনি।
কিন্তু তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন উসমান খান। যদিও সম্প্রতি তিনি নিজেই পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। যে কারণে তার দেশ আরব আমিরাত তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন উসমান খান। কিন্তু সেই চু্ক্তি ভঙ্গের কারণে তাকে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সেই দেশের ক্রিকেট বোর্ড। এই নিষেধাজ্ঞার ফলে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেনে খেলতে পারবেন না তিনি। যদিও এখন পযর্ন্ত আরব আমিরাতের জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তার। দেশটির নিয়ম অনুযায়ী সেই দেশের জাতীয় দলে খেলতে হলে তিন বছর নাগরিকত্বের মেয়াদ থাকতে হবে। উসমানের এখনও ১৪ মাস বাকি।
তবে এই নিষেধাজ্ঞা আর তার পারফরম্যান্স উসমানের সামনে হাতছানি দিচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার। কারণ জন্মসূত্রে তিনি পাকিস্তানি হওয়ার কারণে যেকোন সময় তিনি বাবর আজমদের সঙ্গে একই জার্সিতে খেলতে নামতে পারবেন। সামনেই পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেখানে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারলে উসমানের সামনে খুলে যেতে পারে বিশ্বকাপের দুয়ার।