ক্রিকেট
এখন মাঠে
0

এক বছর পর টেস্টে ফিরছেন সাকিব

টেস্টে ক্রিকেটে এক বছর পর সাকিব ফিরছেন। তাকে নিয়ে বাড়তি আগ্রহ সতীর্থদের। অধিনায়ক শান্ত অভিজ্ঞ এই অলরাউন্ডারকে সঙ্গে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন উইকেট। হাথুরুসিংহের অনুপস্থিতিতে হেড কোচের দায়িত্ব পাওয়া নিক পোথাসও সাকিবের সঙ্গে লম্বা সময় আলাপ করলেন। তার লম্বা ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা, মাঠের দাপুটে পারফরম্যান্স যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি এসবেই বুঝা যায়।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নিক পোথাস বলেন, ‘সাকিবকে পাওয়া যেকোন দলের জন্যই ভাগ্যের ব্যাপার। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। তাকে ড্রেসিংরুমে পাওয়া দারুণ ব্যাপার। তার এনার্জি সবার মাঝে ছড়িয়ে দিতে পারে। তার অনেক অভিজ্ঞতা আছে, সে যখনই দলে ফেরে অন্যরা উৎসাহিত হয়।’

চট্টগ্রাম টেস্টে সাকিবের যোগদান সাহস যোগাতে পারে। তবে মোটাদাগে দলের পরিস্থিতি মোটেও সুবিধাজনক নয়। বিশেষ করে, সিলেট টেস্টে বিধ্বস্ত হওয়ার পর সিরিজ বাঁচানোর দায় যেমন আছে, তেমন ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জও আছে ক্রিকেটারদের সামনে।

কোচ বলেন, ‘অন্য আরেকটি ম্যাচের সঙ্গে এটির কোন পার্থক্য নেই। আমরা সামনের দিকে ভাবছি, আগের ম্যাচ নিয়ে ভাবছি না। ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। পরের ম্যাচে অ্যাপ্লাই করবো।’

এই চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা। পোয়াবারো উইকেট আর কন্ডিশন কী আবারো সহযোগী হবে?

কোচ আরও বলেন, ‘উইকেটটা আমরা দেখেছি। আশা করছি, স্পোর্টিং উইকেট হবে। তবে উইকেট বা কন্ডিশন যেমনই হোক, আমাদেরকে খেলতে হবে। আমরা খেলাতেই ফোকাস করছি।’

ইএ