ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় বাংলাদেশের

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো ক্রিকেট টাইগাররা। এ জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় পেল বাংলাদেশ।

সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার দেয়া ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ ওভার ৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শুরুতেই আঘাত হানে পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ। ৮ বলে ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন পাথুম নিশাঙ্কা। ওপেনিংয়ের আরেক ব্যাটার আভিস্কা ফার্নান্দেজকেও ফিরিয়ে দেন তাসকিন।

অধিনায়ক কুশাল মেন্ডিসকে ২৯ রানেই সাজ ঘরে পাঠিয়ে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এরপর জানিথ লিয়াঙ্গে শতক পূরণ করলেও বড় রান সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন। মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট। এছাড়াও ১টি করে উইকেট নেন সৌম্য সরকার ও রিশাদ হোসেন। বোলারদের ঘূর্ণিতে ২৩৭ রানে গুটিয়ে যায় মেন্ডিসের দল।

২৩৮ রানের জবাবে ব্যাট করতে নামে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে ব্যাট করতে নেমে সুযোগটা ভালোভাবে কাজে লাগান তামিম। ৮১ বলে ৮৪ রান করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন তিনি।

প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক শান্ত এদিন ৫ বলে ১ রান করে ফিরলেও রানের চাকা সচল রাখেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। ২২ রান করে হৃদয় ফিরলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান মুশফিকুর রহিম ও রিশাদ।

মুশফিকের অপরাজিত ৩৭ ও রিশাদের মারকুটে ১৮ বলের ৪৮ রানের ইনিংসে ৯ ওভার ৪ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ।

এ জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

এসএস