দীর্ঘদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। তার ধারাবাহিক ব্যর্থতায়ও ওপেনিংয়ে টাইগার একাদশে প্রথম পছন্দ ছিলেন তিনি। সবশেষ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরেন লিটন দাস।
ফলে তৃতীয় ওয়ানডেতে আর অটো চয়েস নয়, স্কোয়াড থেকেই বাদ দেয়া হয়েছে তাকে। বারবার সুযোগ পেয়েও নিজের সামর্থ্যের প্রতিদান না দিতে পারায় এমন সিদ্ধান্ত নির্বাচকদের। তার পরিবর্তে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। লিটনের বাদ পড়া আর অনিকের অন্তর্ভূক্তির ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক লিপু।
প্রধান নির্বাচক বলেন, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় কোচ ও ক্যাপ্টেনের মতামত নেয়া হয়েছে। আমরা দেখেছি, লিটন কুমার দাসের পরিবর্তে দলে মিডলর্ডারের কাউকে যদি সংযোজন করা যায়, সেখানে আমরা জাকের আলী অনিককে মনে করেছি।’
শ্রীলঙ্কার সফর দিয়ে শুরু হয়েছে বিসিবির নবগঠিত নির্বাচক প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট। দায়িত্ব নিয়েই দলে বেশকিছু পরিবর্তন এনেছেন। টি-টোয়েন্টিতে শেষমূহুর্তে দলে ডাকা হয়েছিল অনিককে। এবার লিটন দাসকে বাদ দেয়ার মত কঠিন সিদ্ধান্ত নিল তারা। নির্বাচক প্যানেলের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘লিটন কুমার দাসের মতো প্লেয়ারকে দল থেকে বাইরে রাখতে হলো। এটা না করেও উপায় ছিল না। কারণ, একটা লম্বা সময় তার মান অনুযায়ী খেলতে পারছিল না বা দলের ডিমান্ড অনুযায়ী দিতে পারছিল না।’
শান্ত'র অধীনে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের।