ক্রিকেট
এখন মাঠে
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম ৪শ’ ডলার
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিটের জন্য ৩০ লাখ সমর্থক আবেদন করেছেন। এর মধ্যে ভক্তদের সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে, যা টিকিটের তুলনায় ২০০ গুণ বেশি।

উপ-মহাদেশে ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা নতুন করে না বললেও হয়তো চলবে। বিশেষ করে, ভারত-পাকিস্তান ম্যাচগুলোতে সেই উন্মাদনা আরও বেশি দেখা যায়। অনুমেয়ভাবেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দু’দলের ম্যাচ ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

মূলত দীর্ঘদিন দু’দেশের রাজনৈতিক কারণে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। কেবল বৈশ্বিক আসরগুলোতে ক্রিকেটপ্রেমীরা ভারত-পাকিস্তান মহারণ দেখতে অপেক্ষায় থাকে। ব্যতিক্রম নয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারত-পাকিস্তান ক্রিকেট ক্লাসিকো গ্যালারিতে বসে উপভোগ করতে মুখিয়ে থাকে সমর্থকরা। কিন্তু টিকিট তো একরকম আকাশের চাঁদ। কোথাও মিলছে না ম্যাচের টিকিট। সবর্ত্র হাহাকার, আসন সংখ্যার বিপরীতে চাহিদা আকাশচুম্বী।

এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আর এর জন্য ১৬০টি দেশ থেকে ৩০ লাখ মানুষ টিকিট কিনতে আবেদন করেছে। যুক্তরাষ্ট্রে মোট ১৬টি ম্যাচ আয়োজিত হবে। এর মধ্যে ৯টি ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে।

যদিও বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাস বাকি। কয়েকদিন আগে আইসিসি বিশ্বকাপের প্রোমো প্রকাশ করেছে। তবে ক্রিকেট ভক্তদের এমন আগ্রহ বজায় থাকলে শিগগিরই হয়তো বাকি ম্যাচের টিকিটও শেষ হয়ে যাবে।

বাণিজ্যিক বিষয় মাথায় রেখে সাম্প্রতিক সময়ের আসরগুলোতে কোহলি-বাবরদের একই গ্রুপে রাখে আইসিসি। উচ্চমূল্যের টিকিট হওয়া স্বত্বেও দর্শকদের চাহিদার শীর্ষেই থাকে এই দু’দলের ম্যাচ।

নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তিন ক্যাটাগরিতে টিকিট ছেড়েছে আইসিসি। যেখানে প্রিমিয়াম টিকিটের জন্য মূল্য নির্ধারণ করা হয় ৪০০ ডলার। এছাড়া পর্যায়ক্রমে টিকিটের দাম ধরা হয় ৩০০ ও ১৭৫ ডলার।

এভিএস