ক্রিকেট
এখন মাঠে
বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে সাকিব-মেহেদী
বিপিএলের লিগপর্ব শেষে দাপট দেশি ক্রিকেটারদের। তারকা বিদেশিদের ভিড়ে ব্যাটে-বলে দারুণ নৈপুন্য দেখাচ্ছেন তামিম-তানজিদ-হৃদয়রা। আর রংপুর রাইডার্সের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও শেখ মেহেদী টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ে আছেন।

এরইমধ্যে বিপিএলের লিগপর্ব শেষ হয়ে গেছে। ফাইনালসহ হাতেগোনা ৪টি ম্যাচ বাকি। তার আগে একবার চোখ বুলিয়ে নেয়া যাক আসরে ঝলক দেখানো ক্রিকেটারদের দিকে।

নামকরা বেশকিছু বিদেশি তারকা এলেও লিগপর্বে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন দেশীয় ক্রিকেটাররা। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। নানান বিতর্কিত কর্মকান্ডে আলোচিত-সমালোচিত ফরচুন বরিশালের অধিনায়ক এখন পর্যন্ত ১২ ম্যাচে দুই ফিফটিতে সংগ্রহ করেছেন ৩৯১ রান।

শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তারপরই আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয়। ১ সেঞ্চুরি আর ১ ফিফটিতে চলতি বিপিএলে তার সংগ্রহ ৩৮৩ রান। তবে দেড়শো'র কাছাকাছি তার স্ট্রাইক রেইট বেশ আশা জাগানিয়া।

হৃদয়ের পর তালিকায় আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ তামিম। তরুণ এই ব্যাটার হৃদয়ের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ রান কম করেছেন। শীর্ষ ৫ ব্যাটারের তালিকায় একমাত্র বিদেশি নাম অ্যালেক্স রস। আসরে তার দল ঢাকা বাজেভাবে বিদায় নিলেও দুর্দান্ত ছিলেন এই অজি ব্যাটার। আর অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট যথারীতি হাসছে।

বল হাতে দেশিরা এগিয়ে। দুর্দান্ত ঢাকার তরুণ পেসার শরিফুল আসরজুড়ে ছড়ি ঘুরিয়েছেন ব্যাটারদের ওপর। সাকিব-শেখ মেহেদীরা দলকে নিয়মিত ব্রেক-থ্রু এনে দিচ্ছেন।

শীর্ষ ৫ উইকেট শিকারীর তালিকায় একমাত্র বিদেশি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিলাল খান। রংপুর রাইডার্সের হাসান মাহমুদও আছেন সেরা উইকেট শিকারীর তালিকায়।

আসরের সেরা হওয়ার দৌড়ে এবারও সবার চেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন তিনি। তার সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছেন তারই সতীর্থ শেখ মেহেদী। ট্রফির পাশাপাশি কার হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠে সেটিই এখন দেখার বিষয়। 

এভিএস