ক্রিকেট
এখন মাঠে
0

আইসিসি শিরোপা জিতে অস্ট্রেলিয়ার আয় ৭২ কোটি টাকা

গত এক বছরে আইসিসি'র ইভেন্ট জিতে ক্রিকেট অস্ট্রেলিয়া আয় করেছে ৭২ কোটি টাকা। এই অর্থ অস্ট্রেলিয়া আয় করেছে শুধু বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়ন জিতে। নারী ক্রিকেট কিংবা যুব থেকে বড়দের ক্রিকেট সব ক্ষেত্রেই চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের রাজত্ব। তাই আয়ও করছে কোটি কোটি টাকা।

গত বছরের শুরুতেই নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দাপুটে ক্রিকেট খেলা অস্ট্রেয়িার মেয়েরা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার স্বপ্ন গুড়িয়ে রেকর্ড ৬ষ্ঠ বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ম্যাগ ল্যানিংয়ের দল। চ্যাম্পিয়ন হওয়ায় প্রাইজমানি জেতে সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার।

টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে আইসিসি নতুন ফমূলা আইসিসি টেস্ট চ্যাম্পয়নশিপ। এলিট এই ইভেন্টে বাংলাদেশসহ খেলে থাকে ৯টি দেশ। জুনে লন্ডনের এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল মঞ্চে ট্রেভিস হেডের উইলোবাজিতে টিম ইন্ডিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের মসনদ নেয় অজিরা। সেই সঙ্গে ১৬ লাখ ডলার প্রাইজমানি নিয়ে বাড়ি নিয়ে ফেরে মাইটি অস্ট্রেলিয়া।

অক্টোবর নভেম্বরে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণী আসর ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। পুরো আসর জুড়ে প্রতাপে ক্রিকেট খেলে ভারত। তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিততে যাচ্ছে কোহলি-রোহিতরা, এটা এক রকম ধরেই নিয়েছিল সবাই। কিন্তু, ভারতীয়দের স্বপ্ন চূর্ণ করে বুনো উল্লাসে মাতে অস্ট্রেলিয়া। বাংলাদেশি মুদ্রায় জিতে নেয় প্রায় ৪২ কোটি টাকা।

সবশেষ মাত্র একদিন আগের ঘটনা। যুব বিশ্বকাপ, যেখানে রয়েছে অস্ট্রেলিয়ার আধিপত্র। অস্ট্রেলিয়ার মেয়েরা যেখানে শুরু করেছিল সেখানেই শেষ করলো অজি যুবারা। এ দফাতেও ভারতকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতে যুবারা। বয়সভিত্তিক ক্রিকেটে প্রাইজমানির প্রাথা নেই।

তবে গেলো এক বছরে আইসিসির চারটি বৈশ্বিক আসরের সবগুলো জিতে এটাই স্পষ্ট ক্রিকেটের রাজত্ব এখন শুধুই অস্ট্রেলিয়ার। সেই সাথে কোটি কোটি টাকা আয় করে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভান্ডারও হয়েছে সমৃদ্ধ।

এসএস